দেহরক্ষীকে বিয়ে করে তাকে রাণী উপাধি দিয়ে দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভারিরালংকর্ন (৬৬)। খবর বিবিসির।
শনিবার মহা ভারিরালংকর্ণের সিংহাসনে আরোহণের বিস্তৃত অনুষ্ঠান হতে যাচ্ছে। তার আগে আগে সবাইকে অবাক করে দেয়া এই ঘোষণাটি এলো। ওই অনুষ্ঠানের মাধ্যমে তার রাজকীয় পদকে দেবতুল্য বলে ঘোষণা করা হবে।
২০১৬ সালে থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর দেশটির সাংবিধানিক রাজা হন তার ছেলে মহা ভাজিরালংকর্ন।। এর আগে তিন বার বিয়ে করেছেন। তার সাতজন ছেলেমেয়ে আছে।
রাজকীয় এক ঘোষণায় বলা হয়েছে, রাজা ভাজিরালংকর্ন সিদ্ধান্ত নিয়েছেন যে, জেনারেল সুথিদা ভাজিরালংকর্ন ন আয়ুদাহকে রানি সুদিথা হিসাবে ঘোষণা দিচ্ছেন এবং তিনি রাজ পরিবারের নিয়মানুযায়ী রাজকীয় পদবি ও মর্যাদা ভোগ করবেন।'
রাজার দেহরক্ষী হওয়ার আগে থাই এয়ারওয়েজে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেচন সুদিথা
বিডি প্রতিদিন/ফারজানা