ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে ঘূর্ণিঝড় ফণী। ক্ষয়ক্ষতি কমিয়ে নিতে এরইমধ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এবার ৮ লাখ মানুষকে সরিয়ে নেয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় ফণী আগামীকাল শুক্রবার ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এসময় ঘণ্টায় বাতাসের বেগ থাকবে ২০৫ কিলোমিটার (১২৭ মাইল)।
রাজ্যটির কর্তৃপক্ষ উপকূলীয় এলাকা থেকে ৮ লাখ মানুষকে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। দুর্যোগ মোকাবিলায় হাজার হাজার কর্মী নিয়োগ দেয়া হয়েছে। নিম্নাঞ্চলে মাটি ও কুড়েঘরে থাকে এমন মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেয়ার কাজ করছে তারা।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা