ভারতের অন্তত তিনটি প্রদেশের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ফণী বিধ্বংসী রূপে অগ্রসর হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সব বিমানবন্দর থেকে বিমানের উড্ডয়ন-অবতরণ বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় 'ফণী'র আশঙ্কায় শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে বুধবার মাঝরাত থেকেই দুর্যোগের আশঙ্কায় ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে যাতায়াতকারী সকল বিমান বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ক্রমশ অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে।
কলকাতা বিমানবন্দর থেকে শুক্রবার রাত সাড়ে ন'টা থেকে শনিবার সারাদিন বিমান চলাচল বন্ধ থাকছে বলে জানিয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।
ভারতের বেসামিরক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, সব কর্তৃপক্ষকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে; যাতে তারা ঘূর্ণিঝড় ফণীর কারণে সৃষ্ট যেকোনো ধরনের বিপর্যয় মোকাবেলা করতে পারে। সব বিমানসংস্থাকে উদ্দার এবং ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ভারতে শতাধিক বিমানবন্দর নিয়ন্ত্রণ করে দেশটির বেসামিরক বিমান পরিবহন কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর