ভারতের ওড়িশা রাজ্যে এরই মধ্যে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ওই রাজ্যের পুরী ও গোপালপুর উপকূলে আঘাত হেনেছে এটি। ঘূর্ণিঝড় ফণীর জেরে ভারতের পশ্চিমবঙ্গেও বৃষ্টি শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়বে।
এদিকে, ওড়িশা রাজ্যে ফণী আছড়ে পড়ার কিছুক্ষণ পরেই কলকাতায় শুরু হয় বৃষ্টি। হাওড়া ও শহরের কাছাকাছি উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
জানা গেছে, ওড়িশার স্থলভাগের গভীরে না গিয়ে ক্রমশ উপকূল বরাবর পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ফণী। আর সে কারণেই উদ্বিগ্ন আবহাওয়াবিদরা। সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। লোকজনকে ইতোমধ্যেই নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে ভারতের আবহাওয়াবিদ জে কে মুখোপাধ্যায় বলেন, একটা ঘূর্ণিঝড়ের কেন্দ্র যত স্থলভাগের গভীরে এগোতে থাকে, ততই তার শক্তিক্ষয় হয়। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে ওড়িশার উপকূলে স্থলভাগের উপরে ২০০ কিলোমিটার গতিবেগে ফণী আছড়ে পড়লেও, তার অভিমুখ স্থলভাগের গভীরের দিকে নয়। বরং উপকূল বরাবরই সে ক্রমশ পশ্চিমবঙ্গের দিয়ে এগিয়ে আসছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ