বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা রাজ্যে আঘাত হেনেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ওই রাজ্যের পুরী ও গোপালপুর উপকূলে আছড়ে পড়ে তাণ্ডব শুরু করে ঘূর্ণিঝড়টি।
প্রবল বাতাসের সঙ্গে পড়ছে তুমুল বৃষ্টি। ওড়িশায় আঘাত হানা ওই ঝড়কে 'ক্যাটাগরি ৪' ঝড় বলেছে ভারতের আবহাওয়া দফতর।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো পুরীতে ফণীর হামলে পড়ার একটি ভিডিও পোস্ট করেছে।
ছোট্ট ওই ভিডিওতে ফণীর তীব্রতার আঁচ পাওয়া যায়। ভিডিওটা সত্যিই রোমহর্ষক!
ভিডিও:
আরও ভিডিও দেখুন:
ভিডিও-২ ক্লিক করুন
ভিডিও-৩ ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম