পশ্চিমবঙ্গের প্রবেশ করেছে সুপার সাইক্লোন ফণী। কলকাতা শহর থেকে ৪০ কিলোমিটার মতো দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফণী। রাত ২টা নাগাদ হুগলি জেলার আরামবাগে আকাশে ফণী অবস্থান করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে অনুমান করছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উড়িষ্যা সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ করেছে ফণী। খড়গপুর হয়ে ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছে হুগলি জেলায়।
উড়িষ্যায় যে তীব্রতার সঙ্গে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী সেই দাপট এখন অনেকটাই কমে গেছে বলে দাবি আবহাওয়াবিদদের। কলকাতায় এই দাপট অনেকটাই কম থাকবে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশে যখন ফণী প্রবেশ করবে সেই সময়েও ঝড়ের দাপট বিশেষ দেখা যাবে না।
রাজ্যের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই দাপট দেখিয়েছে ফণী। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে।
ফণীর প্রভাব যে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আকাশের অবস্থা তা প্রমাণ দিচ্ছে। রাতে পশ্চিমবঙ্গে ৯০ থেকে ১০০। কলকাতায় ৫০ সর্বোচ্চ ১১৫ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরে এটি মারাত্মক রূপ নেবে। এখনও পর্যন্ত আলিপুরে ২৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৯/আরাফাত