ফণী মোকাবিলার কড়া প্রয়াসের মধ্যেই রাত সাড়ে ১২.৩০টায় উড়িষ্যা ছুঁয়ে বঙ্গে ঢুকে পড়ে ফণী। কলকাতা থেকে আর মাত্র ৪০ কিলোমটার পশ্চিমে রয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়।
যত রাত বাড়ছে ততই পাল্লা দিয়ে হাওয়ার গতিবেগ ও বৃষ্টি বাড়ছে শহরে। কলকাতার কোনও কোনও জায়গা এখনই পানি জমেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, যত সময় গড়াবে ততই ভয়ঙ্কর হয়ে উঠবে এই দুর্যোগ। শুক্রবার সকাল থেকেই শহরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সে দিন বিকাল থেকেই প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয় কলকাতায়।
মুখ্যমন্ত্রী মমতা খড়্গপুরে থাকাকালীনই শহরবাসীকে সতর্ক থাকার বার্তা দেন। প্রশাসনিক পক্ষে জরুরি অবস্থা মোকাবিলা করতে দফায় দফায় বৈঠক সারেন মেয়র ফিরহাদ হাকিম ও পুরকর্মীরা। এই মুহূর্তে ঝড়ের প্রভাবে কী অবস্থা শহরের?
কলকাতা থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে ফণী। সিইএসসি আজ রাত থেকে কলকাতার নানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।-আনন্দবাজার
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৯/আরাফাত