মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ'র প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইকেল মোরেল মনে করেন, ভারতকে তাদের ‘অস্তিত্ব সঙ্কটে’র কারণ বলে ভাবে পাকিস্তান। সেই আতঙ্ক থেকেই জঙ্গিগোষ্ঠীগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসলামাবাদ। সবিস্তার ভারত-পাকিস্তান সম্পর্ক এবং জঙ্গিগোষ্ঠীগুলোর ভূমিকার কথা উল্লেখ করেছেন মোরেল।
পাকিস্তানকে একটি ‘ভয়ঙ্কর দেশ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য জঙ্গিগোষ্ঠীগুলোকে তৈরি করেছে পাকিস্তান। মোরেলের কথায়, ‘‘ওই জঙ্গিগোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা যে অসম্ভব তা পাকিস্তান বুঝতে পারছে না। ওই জঙ্গিরাই তাদের এক দিন আঘাত করবে। দিনের শেষে আমি মনে করি, পাকিস্তান সম্ভবত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দেশ।’’
পাকিস্তানের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক অবস্থার সমালোচনা করে মোরেল বলেন, পাকিস্তান মনে করে, ভবিষ্যতে ভারত তাদের বিপদের কারণ হতে পারে। তাই নিজেদের রক্ষার জন্য সেনাকে শক্তিশালী করছে নির্বাচিত সরকারকে নিষ্ক্রিয় করে রেখেছে ইসলামাবাদ।
উল্লেখ্য, পাকিস্তানের অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনের ডেরায় মার্কিন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোরেলের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ