গত তিন দিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি রকেট হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের হামাস আগে রকেট হামলা চালিয়েছে অভিযোগ করে পাল্টা হামলা চালানোর দাবি করে ইসরায়েল।
ইসরায়েলের ওই হামলায় দুই অন্তঃসত্ত্বা ও শিশুসহ ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনি।
এছাড়া হামাসের রকেট হামলায় চার জন ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দুই পক্ষই হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এই বছরের মধ্যে এটিই দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় হামলা। এরফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে দুই পক্ষকে হামলা বন্ধ করতে ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ।
বিডি প্রতিদিন/কালাম