২৫ জুন, ২০১৯ ১২:১৩

ভারতে মুসলিম যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক

ভারতে মুসলিম যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৫

ভারতে রামনাম করিয়ে তাবরেজ আনসারি নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঝাড়খন্ড পুলিশ। ঐ যুবককের পরিবারের অভিযোগ ও দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পুলিশ তাদের গ্রেফতার করে। খবর বিবিসি বাংলার।

গত ১৮ জুন পূর্বাঞ্চলের প্রদেশ ঝাড়খন্ডে ২৪ বছর বয়সী তাবরেজ আনসারি নির্যাতিত হওয়ার কয়েকদিন পর মারা যান। তাবরেজের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে তার ওপর নির্যাতন চালানো হয়। তাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে যেখানে দেখা যায় যে তাকে হিন্দু দেবতাদের নাম নিতে বাধ্য করা হচ্ছে এবং তিনি জীবন ভিক্ষা চাচ্ছেন।

তাবরেজের পরিবারের অভিযোগ, আঘাতপ্রাপ্ত হওয়ার পরও পুলিশ তাকে যথাযথ চিকিৎসা প্রদান করেনি। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে ঝাড়খণ্ডের শীর্ষস্থানীয় বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী চন্দ্রশেখর প্রসাদ সিংহ দাবি করেছেন, ওই ঘটনায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো জড়িত নয়। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর