মার্কিন সরকারের অর্থমন্ত্রী স্টিভেন টার্নার বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে জন বোল্টনের অপসারণ সত্ত্বে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি অব্যাহত রাখবে ওয়াশিংটন। জন বোল্টনকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কঠোর মার্কিন নীতির রূপকার বলে মনে করা হয়। স্টিভেন টার্নার গতকাল বৃহস্পতিবার মার্কিন বাণিজ্য বিষয়ক টেলিভিশন সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। খবর পার্সটুডের।
তিনি বলেছেন, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সময় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা এখনও নেয়া হয়নি। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট রুহানির সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই বৈঠকে বসতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। স্টিভেন আরও বলেছেন, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিমের অন্য সদস্যরা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন।
এদিকে গত বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার মন্ত্রীসভার এক বৈঠকে ইসলামী এই দেশটির ওপর মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইরান প্রতিরোধ ও রুখে দাঁড়ানোর নীতি অব্যাহত রাখবে। তিনি যুদ্ধকামী নীতি ও যুদ্ধবাজদের পরিহার করতে মার্কিন সরকারকে পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, মার্কিন সরকার গত বছরের ৮ মে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ৬ বৃহৎ শক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায় এবং ইরানের ওপর পুরনো সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পাশাপাশি নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে থাকে।
বিডি-প্রতিদিন/শফিক