২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৪৭

সিসির বিরুদ্ধে আন্দোলন, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

সিসির বিরুদ্ধে আন্দোলন, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

মিশরের সুয়েজের বন্দর নগরীতে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান আজ রবিবার এ খবর প্রকাশ করে। এসময় তারা কাঁদানে গ্যাস ছোড়ে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির পদত্যাগ দাবিতে বেশ কয়ের শহরে বিক্ষোভ করছে দেশটির মানুষ।

বহু বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। রাজধানীর তাহরির চত্বর জড়ো হয়েছিল কয়েক হাজার বিক্ষোভকারী। ২০১১ সালের গণঅভ্যুত্থানে এই চত্বর থেকেই সারা দেশে আন্দোলন শুরু হয়েছিল। বলতে গেলে গোটা আন্দোলন নিয়ন্ত্রিত হতো এই চত্বর থেকে।

কায়রোর পাশাপাশি আলেকজান্দ্রিয়া ও সুয়েজসহ আরও কয়েকটি শহরে সিসির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। মিসরের সরকার বিরোধীরা সিসিকে দেশটির অবৈধ প্রেসিডেন্ট বলে মনে করেন। এছাড়া সম্প্রতি সিসির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল-সিসি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর