Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : ২১ অক্টোবর, ২০১৯ ১০:০৩
আপডেট : ২১ অক্টোবর, ২০১৯ ১০:২২

তিনতলা থেকে পড়ে চলন্ত রিকশায় শিশু, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

তিনতলা থেকে পড়ে চলন্ত রিকশায় শিশু, ভিডিও ভাইরাল

তৃতীয় তলার করিডোরে খেলা করছিল একটি শিশু। হঠাৎ সেখান থেকে নিচে পড়ে যায়। সোজা গিয়ে পড়ে রাস্তায় চলন্ত রিকশার উপর। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের টিকমগড়ে।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি। সেটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির সামনের গলির রাস্তা দিয়ে একজন যুবক রিকশা নিয়ে আসছিলেন।  আচমকা তার রিকশার সিটে ওপর থেকে এসে পড়ে ছোট্ট একটি শিশু।

কয়েক সেকেন্ড পর বাড়িটির ভেতর থেকে তিন-চারজনকে দ্রুত বেরিয়ে আসতে দেখা যায়। তারপর তারা ওই শিশুটিকে কোল করে বাড়ির ভেতরে নিয়ে চলে যান।

শিশুটির বাবা আশিস জৈন বলেন, ‘পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তিনতলা খেলছিল আমার ছেলে। সেসময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দার রেলিং টপকে পড়ে যায়। ভাগ্য ভালো রাস্তার ওপর না পরে রিকশা সিটে পড়েছিল। তাই জোরে কোনো আঘাত লাগেনি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর এখন ভালোই আছে।’

সূত্র: সংবাদ প্রতিদিন

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য