ভারতের মধ্যপ্রদেশের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ইন্দোরের বিজয়নগর এলাকার গোল্ডেন হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার মুহূর্তে হোটেলে থাকা বেশ কয়েকজনকে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এনডিটিভি জানায়, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভাতে প্রথম দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে।
বিডি প্রতিদিন/কালাম