কানাডায় টানা দ্বিতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। এ পর্যন্ত লিবারেল পার্টি পেয়েছেন ১৫৬ সিট ও বিরোধী দল কনজারভেটিভরা পেয়েছে ১১৮টি সিট। মন্ট্রিলে নিজের ভোট দেন ট্রুডো।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, ট্রুডোই ফের প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন। তবে সেটি হবে সংখ্যালঘু সরকার।
নির্বাচনের প্রাথমিক জরিপে, ট্রুডোর লিবারেল ও অ্যান্ড্রু শির সমান সমান ভোট পাবেন বলে ধারণা করা হয়েছিল। তবে এখন এগিয়ে আছেন ট্রুডো।
এক টুইটার বার্তায় ট্রুডো বলেছেন, ভবিষ্যৎ আপনাদের হাতে। চার বছর আগে, আপনারা কানাডার জন্য সত্যিকারের পরিবর্তন, আরো ভালো ও ইতিবাচক আদর্শকে বেছে নিয়েছিলেন। আজ আমি আপনাদের বলছি কানাডার কল্যাণের জন্য সেই আদর্শকে হৃদয়ে ধারণ করতে।
সূত্র: টেলিগ্রাফ
বিডি প্রতিদিন/ফারজানা