ব্রিটেনের নির্বাচনে ব্রেক্সিটপন্থী রাজনীতিক ও প্রধানমন্ত্রী বরিস জনসনকে জেতাতে চায় দেশটির ধনী ব্যবসায়ীরা। শুধু দেশি ব্যবসায়ীরাই নন, মোটা অঙ্কের অর্থ দিচ্ছে বিভিন্ন বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানও।
বাইলাইন টাইমসের এক হিসাবে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বরিস শিবিরকে দেয়া বিভিন্ন দাতাগোষ্ঠীর মোট অর্থের পরিমাণ প্রায় ৪৬০ কোটি পাউন্ড। ব্রেক্সিট প্রচারণার জন্যও এসেছে আরও বিপুল পরিমাণ পাউন্ড। যোগ করলে পরিমাণটা দাঁড়ায় ৮৩০ কোটি পাউন্ডের কাছাকাছি।
বরিস প্রতিশ্রুতি দিয়েছেন, ফের প্রধানমন্ত্রী হলে বড় ধরনের কর ছাড়সহ নানা সুযোগ-সুবিধা দেবেন ধনীদের। আর এজন্য তার জয় নিশ্চিত করতে একেবারের উঠেপড়ে লেগেছে ধনীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন