ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ূ দূষণরোধে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করায় বৃহস্পতিবার পাঞ্জাবের অন্তত ৮৪ জন কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, খড় পোড়ানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পাঞ্জাব পুলিশ জানায়, একই অভিযোগে রাজ্যের ১৭৪ কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত তিন দিনে রাজ্যটির ১৭ হাজারের বেশি খামারে খড় পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, এরআগে বায়ূ দূষণের মুখে গেল সোমবার পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে খড় পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ