১৫ নভেম্বর, ২০১৯ ২০:৫১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠলে পাকিস্তানেরও লাভ হবে: ইমরান

অনলাইন ডেস্ক

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠলে পাকিস্তানেরও লাভ হবে: ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান গোটা অঞ্চলের বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে  দক্ষিণ, পশ্চিম ও মধ্য এশিয়ায় শান্তি ও উন্নয়ন শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেছেন।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তাতে কেবল ইরানই লাভবান হবে তা নয় বরং পাকিস্তানসহ গোটা অঞ্চল উপকৃত হবে। পাকিস্তান সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বলে তিনি উল্লেখ করেন।

ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা কমাতে নিজের উদ্যোগের প্রতি ইঙ্গিত করে বলেন, কূটনৈতিক উপায়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো উচিত।

দুই দেশই পাকিস্তানের কঠিন সময়ে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান। উত্তেজনা ও যুদ্ধের মাধ্যমে কখনোই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন ইমরান খান।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর