১৬ নভেম্বর, ২০১৯ ০১:৫৮

ফের বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটের সফল পরীক্ষা

অনলাইন ডেস্ক

ফের বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটের সফল পরীক্ষা

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস দ্বিতীয়বারের মতো সফল পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ফ্লাইটের।

জানা গেছে, ১৯ ঘন্টা ১৯ মিনিট অর্ধশত যাত্রী নিয়ে ১৭ হাজার ৮শ' কিলোমিটার বিরতিহীন যাত্রা শেষে গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) লন্ডন থেকে সিডনিতে পৌঁছায় বোয়িং ৭৮৭।  পথ পাড়ি দেয় এই বিমান। ইতোমধ্যে বোয়িং ৭৮৭  দূরত্ব ও সময়ের দিক থেকে বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের খেতাব পেয়েছে । 

বিমান সংস্থা কোয়ান্টাস জানিয়েছে, পাইলট, কেবিন ক্রু ও যাত্রীরা এই দীর্ঘ যাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারলে ২০২২ বা ২০২৩ সাল নাগাদ ফ্লাইটটি নিয়মিত চালু করবে তারা। 

এখন এ ধরণের ফ্লাইট বাণিজ্যিকভাবে নিয়মিত চলাচলের জন্য অস্ট্রেলিয়া বিমান তদারকি বিভাগের অনুমতির অপেক্ষায় রয়েছে সংস্থাটি।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর