পাকিস্তানের কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কোয়েটার বুলেলি এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর ইন্ডিয়া ট্যুডে'র।
খবরে বলা হয়, পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলেও বিস্ফোরণে আহতদের বেশির ভাগই সাধারণ নাগরিক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
এর আগে গত সোমবার কোয়েটায় এক বিস্ফোরণে ৯ জন আহত হয়। সে সময়ও পুলিশের গাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পুলিশকে লক্ষ্য করে এটি তৃতীয় হামলার ঘটনা।
বিডি প্রতিদিন/হিমেল