মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলছে অভিসংশন তদন্ত। এরই মধ্যে ট্রাম্পের আক্রমণাত্মক টুইটের শিকার হয়েছেন সাক্ষ্যপ্রদানকারী ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি ইভানোভিচ।
এক টুইটবার্তায় মেরিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, সবক্ষেত্রেই তিনি অবনতির দিকে যাচ্ছেন। এছাড়া সোমালিয়ায় অভ্যুত্থানের জন্য মেরিকেই দায়ী করেন তিনি। আর ট্রাম্পের এমন টুইটকে 'আতঙ্কের বিষয়' বলে আখ্যা দিয়েছেন মেরি।
এর পাল্টা জবাবে ট্রাম্প আবার বিষয়টি মোটেও আতেঙ্কর নয় বলে টুইট করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ