একটি মোটরবাইক কিনতে বাবা-মা ও চাচার মৃতদেহ কবর থেকে উঠিয়ে নিয়েছেন এক ব্যক্তি। সম্প্রতি আফ্রিকার মোজাম্বিকের নামপুলা প্রদেশে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মৃতদেহ কবর থেকে উঠানোর পর রাতের মধ্যেই ওই ব্যক্তি হাড়গুলো আলাদা করেন। এক ব্যবসায়ী তাকে একটি মোটরবাইক ও ৩০০ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লোভ থেকেই তিনি এমন গর্হিত কাজটি করেন। পুলিশ জানিয়েছে, চলতি বছর ওই এলাকায় এ ধরনের ঘটনা এর আগেও চারবার ঘটেছে।
অভিযুক্ত ব্যক্তি বলেন, বস আমাকে বলেছিলেন, অসুস্থ হওয়া ছাড়াই মারা গেছেন এমন কারও হাড়ের বিনিময়ে তিনি আমাকে মোটরবাইক দেবেন। এটা শুনে আমি পারিবারিক সমাধিক্ষেত্রে গিয়ে বাবা-মা ও চাচার হাড়গুলো তুলে আনি। সেগুলো নিয়ে আমি সেই ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হয়েছি। তিনি সেখানে ছিলেন না।
সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/ফারজানা