১৭ নভেম্বর, ২০১৯ ১১:২১

অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন সফল পরীক্ষা চালাল ভারত (ভিডিও)

অনলাইন ডেস্ক

অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন সফল পরীক্ষা চালাল ভারত (ভিডিও)

পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন সফল পরীক্ষা চালানোর দাবি করেছে ভারত।

শনিবার রাতে উড়িষ্যা উপকূলের বালেশ্বরে ডক্টর আবদুল কালাম দ্বীপ থেকে এ পরীক্ষা চালানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও দ্য হিন্দুর।

প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটি ২০০০ কিলোমিটার দূরত্বে শত্রুপক্ষের ওপর হামলা চালাতে সক্ষম।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রাতের অন্ধকারে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করছে কিনা তা নিশ্চিত হতে উচ্চক্ষমতাসম্পন্ন রাডারের ব্যাটারি, টেলিমেট্রি অবজারভেশন স্টেশন, ইলেকট্রো-অপটিক ইন্সট্রুমেন্ট এবং নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ মোতায়েন ছিল।

আগের পরীক্ষাগুলো সফলভাবে শেষ হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র।

এবার রাত্রিকালীন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি।

এর আগে গত ২৮ আগস্ট গজনভি নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন পরীক্ষা চালায় পাকিস্তান।

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২৯০ কিলোমিটার। এটি সব ধরনের ওয়ারহেড বহনে সক্ষম।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর