বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভে আরও চারজন নিহত হয়েছেন। এ নিয়ে রাজনৈতিক অস্থিরতায় দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩। ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটস (আইএসিএইচআর) শনিবার এ তথ্য জানিয়েছে।
বলিভিয়ার মধ্যাঞ্চলে শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ বিক্ষোভকারীর মৃত্যুর পরে নতুন করে এই নিহতের সংখ্যা ঘোষণা করা হয়। এলাকায় নির্বাসিত প্রেসিডেন্ট ইভো মোরালেসের শক্ত রাজনৈতিক অবস্থান রয়েছে।
ওয়াশিংটন ভিত্তিক আইএসিএইচআর জানায়, শুক্রবারের পর থেকে সহিংসতায় ১২২ জন আহত হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত