১৭ নভেম্বর, ২০১৯ ২২:২১

কোন দেশে কত দামে পিয়াজ বিক্রি হচ্ছে

অনলাইন ডেস্ক

কোন দেশে কত দামে পিয়াজ বিক্রি হচ্ছে

গত কয়েকদিন ধরে বাংলাদেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে পিয়াজের দাম। সম্প্রতি দেশের কোথাও কোথাও এই পণ্যটির দাম কেজি প্রতি ২৫০-৩০০ টাকায় গিয়েও ঠেকে। তবে আজ কিছুটা কমে ২২০ থেকে ২৪০ টাকায় পাওয়া যাচ্ছে পিয়াজ। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চায়ের আড্ডায় আলোচনা-সমালোচনা চলছে। তবে পিয়াজের এমন আকাশচুম্বী মূল্যে অবাক হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে, এই মুহূর্তে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে পিয়াজের দাম সর্বোচ্চ। এসব প্রবাসীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিভিন্ন দেশে পিয়াজের দাম কেমন ছিলো জেনে নেয়া যাক।

লন্ডন থেকে এক বাংলাদেশি সাংবাদিক জানিয়েছেন, পিয়াজের খুচরা মূল্য প্রতি কেজি বাংলাদেশি মুদ্রায় ৫৫ টাকা। তবে বড় বড় চেইনশপে ২৫ কেজি পেঁয়াজের বস্তার দাম ছিল ৮ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার কেজি প্রতি দাম পড়ে ৩৫ টাকা।

জার্মানির বার্লিন শহরের বাংলাদেশি প্রবাসীরা জানিয়েছেন, সেখানে প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৯ টাকায়! এছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির রোম ও ভেনিসে পিয়াজের দাম বাংলাদেশি মুদ্রায় ১০০ টাকা এবং স্পেনে ৭০ টাকা।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অনেকেই জানিয়েছেন, সেখানে পিয়াজের দাম প্রতি কেজি বাংলাদেশি মুদ্রায় ৩৫ টাকা।

এছাড়া ওমান ও বাহরাইন ৫০ টাকা, কুয়েতে ৫৫ টাকা, কাতারে ৪৬.৫৫ টাকা এবং দুবাইতে ৪৭ টাকায় এক কেজি পিয়াজ পাওয়া যাচ্ছে।

চীনের বেইজিংয়ে প্রতি কেজি পিয়াজ ৪ বাংলাদেশি মুদ্রায় ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় ৪৭ টাকায় বিক্রি হচ্ছে পিয়াজ। মালয়েশিয়ায় পাইকারি বাজারে পিয়াজের দর ৩০ টাকা, খুচরা বাজারে ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রদেশে ১২ রুপিতে পিয়াজ বিক্রি হচ্ছে। তবে মালদ্বীপে পিয়াজের দাম একটু বেশি। সেখানে প্রতি কেজি পিয়াজ বাংলাদেশি মুদ্রায় ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, সিঙ্গাপুরে প্রতি কেজির মূল্য ৭২.৬০ টাকা, ব্রাজিলে ৫০ টাকা, মিশরে ২৫-৩০ টাকা। এবং আফ্রিকার দেশ উগান্ডায় পিয়াজের কেজি ৬০ টাকা।

বিডি-প্রতিদিন/মাহবুব 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর