শিরোনাম
১৮ নভেম্বর, ২০১৯ ০২:১৩

হংকংয়ে বিক্ষোভে তীরবিদ্ধ পুলিশ, গুলি ব্যবহারের হুমকি

অনলাইন ডেস্ক

হংকংয়ে বিক্ষোভে তীরবিদ্ধ পুলিশ, গুলি ব্যবহারের হুমকি

হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভে আবারও উত্তাল দেশটির কওলুন শহরের পলিটেকনিক ইউনিভার্সিটি এলাকা। এসময় সংঘর্ষ চলাকালে এক পুলিশ কর্মকর্তা তীরবিদ্ধ হয়েছেন। এদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাজা গুলি ব্যবহারের হুমকি দিয়েছে পুলিশ। 

রবিবার বিকালে কওলুন শহরের পলিটেকনিক ইউনিভার্সিটিতে সংঘর্ষ চলাকালে পুলিশের দিকে পেট্রোল বোমা, ইট ও তীর ছুড়েছেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

চীনের মূলভূখন্ডে বন্দী প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাসে হংকংয়ে আন্দোলন শুরু হয়েছিল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এক মিডিয়া লিয়াজোঁ কর্মকর্তার পায়ে তীর বিঁধে রয়েছে। পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালনের সময় তিনি তীরবিদ্ধ হন।

মুখোশপরা বিক্ষোভকারীরা তীর ধনুক নিয়ে ক্যাম্পাস পাহারায় রয়েছেন। হংকংয়ে কয়েকমাস ধরে চলমান বিক্ষোভে সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভকারী এবং পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠছে বিশ্ববিদ্যায়লয় ক্যাম্পাসগুলো।

রবিবারের বিশৃঙ্খলার পর এক বিবৃতিতে পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবিলম্বে খালি করে দিতে বলেছে বলে জানিয়েছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর