২১ নভেম্বর, ২০১৯ ১১:১২

আটককৃত ৩ জাহাজ ও ১৬ ক্রুকে মুক্তি দিয়েছে ইয়েমেনের হুথিরা

অনলাইন ডেস্ক

আটককৃত ৩ জাহাজ ও ১৬ ক্রুকে মুক্তি দিয়েছে ইয়েমেনের হুথিরা

ইয়েমেনের এডেন বন্দর

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ইয়েমেনে হুথিরা সেই তিনটি জাহাজ ছেড়ে দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে হুথিরা জাহাজগুলো আটক করে যার মধ্যে ২টি দক্ষিণ কোরিয়ার ও একটি সৌদি আরবের। খবর ব্লুমবার্গের।

বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনের স্থানীয় সময় মঙ্গলবার ৬টা ৪০ মিনিটে ২ দক্ষিণ কোরিয়ান নাগরিকসহ ১৬ ক্রু সদস্যকেও ছেড়ে দিয়েছে তারা। রবিবার তাদের গ্রেফতারের পর ৪৫ ঘণ্টা বন্দী রাখা হয়েছিল। সৌদির জাজান বন্দর থেকে গত বুধবার জাহাজগুলো ছেড়েছিল।

যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশ, সৌদি আরব, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রচেষ্টায় জাহাজ ও ক্রুদের ছেড়ে দিয়েছে হুথিরা। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর