আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নানগারহার প্রদেশে আইএসআইএস (আইএস) বাহিনী পরাজিত হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। মঙ্গলবার জালালাবাদে এক পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন তিনি।
আফগান প্রেসিডেন্ট বলেন, আইএসের নারী ও শিশুরা আত্মসমর্পণ করেছে। পাকিস্তান সরকারের কাছে তাদের হস্তান্তর করা হবে না। আদিবাসী প্রবীণদের সহায়তায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। এসময় তিনি আফগান বাহিনীকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/আরাফাত