২২ নভেম্বর, ২০১৯ ০৯:২৭

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে গ্রেটা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে গ্রেটা

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে সুইডিশ কিশোরী ও জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হওয়ায় বুধবার তাকে এ পুরস্কার দেয়া হয়। গ্রেটার আহ্বানে সাড়া দিয়ে জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নিতে বিশ্বের বড় বড় শহরে প্রতিবাদ জানিয়েছিল লাখ লাখ শিশু কিশোর।

এবছর গ্রেটার সঙ্গে একই পুরস্কার পেয়েছে ক্যামেরুনের শান্তি কর্মী ডিবিনা মালুয়াম (১৫)। ডাচ কিডস রাইট অরগানাইজেশন এ পুরস্কার দিয়েছে। ২০০৫ সাল থেকে এ পুরস্কার দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র থেকে নৌকায় করে আটলান্টিক পাড়ি দিয়ে মাদ্রিদে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দেয়ার জন্য যাত্রা শুরু করেছে গ্রেটা। সে জন্য ওই পুরস্কার অনুষ্ঠানে থাকতে পারেনি গ্রেটা। তবে সে জানিয়েছে, পুরস্কার পেয়ে সে কৃতজ্ঞ ও সম্মানিত।

অনুষ্ঠানে গ্রেটার পক্ষে পুরস্কার গ্রহণ করেন জার্মান জলবায়ুকর্মী লুইসা মারি নুবার। শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় নাগরিক কৈলাশ সত্যার্থী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সূত্র: ফ্রান্স ২৪

বিডি প্রতিদিন/ফারজানা     

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর