২২ নভেম্বর, ২০১৯ ১০:৪০

রাজপরিবারের দায়িত্ব থেকে বিতর্কিত রাজপুত্র অ্যান্ডুকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

রাজপরিবারের দায়িত্ব থেকে বিতর্কিত রাজপুত্র অ্যান্ডুকে অব্যাহতি

রানি দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক এডিনবার্গের ৭২তম বিবাহবার্ষিকীতে আনন্দে ভাসার পরিবর্তে বিষাদ নেমেছে ব্রিটিশ রাজপরিবারে। বুধবার দ্বিতীয় সন্তান ও ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু (৫৯)কে রাজকীয় দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন রানি। গত মঙ্গলবার বাকিংহাম প্যালেসে দেখা গেছে অ্যান্ড্রুকে। বুধবার খবর বের হয়, রাজপরিবারের সদস্য হিসেবে কোনো দায়িত্বে আর দেখা যাবে না তাকে। তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে বিশ্বের বিভিন্ন দাতব্য সংস্থা।     

মৃত মার্কিন বিলিয়নার ও যৌন নিপীড়নকারী জেফরি এপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্ব ও এক কিশোরীর সঙ্গে যৌন কেলেঙ্কারি নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভুক্তভোগীদের বিষয়ে তার সহানুভূতির অভাব নিয়ে সমালোচনা হচ্ছে বেশি।

প্রিন্স অ্যান্ড্রু বলেছেন, এপস্টেইনের সঙ্গে তার সস্পর্ক নিয়ে সৃষ্ট কেলেঙ্কারি রাজ পরিবারের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই রাণীর অনুমতি নিয়ে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এছাড়া, এপস্টেইনের সঙ্গে তার সস্পর্ক নিয়ে মার্কিন তদন্তকারীদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর