বাজেট পেশের সময় মোদি সরকার ঘোষণা করেছিল ২০২৫-এর মধ্যে ৫ ট্রিলিয়নের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে ভারত। সেই স্বপ্ন ভঙ্গ হতে চলেছে বলেই মনে করছেন দেশটির আরবিআই-এর সাবেক গভর্নর সি রঙ্গরাজন। তিনি মনে করেন, উন্নত দেশের তকমা পেতে ভারতের অন্তত আরও ২২ বছর সময় লাগবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গতকাল বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের সাবেক এই গভর্নর ভারতীয় গণমাধ্যমের কাছে এমনই অর্থনৈতিক সমীক্ষা তুলে ধরেছেন। তিনি বলেন, দেশের আর্থিক বৃদ্ধির হার যে গতিতে ক্রমশ নিম্নগামী হচ্ছে, তাতে আগামী ২০২৫ সালের মধ্যে দেশের ৫ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য পূরণ অসম্ভব।
সি রঙ্গরাজনের মতে, গত ৬ বছরের মোদির আমলে যা সর্বনিম্ন। এই ত্রৈমাসিকে সেই বৃদ্ধির হার আরও কমে ৪.৩ শতাংশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ভারতের অর্থনীতি ২.৭ ট্রিলিয়নের কাছাকাছি। পরবর্তী পাঁচ বছরে তা প্রায় দ্বিগুণ করার কথা বলা হয়েছে। তার জন্য বার্ষিক বৃদ্ধির হার অন্তত পক্ষে ৯ শতাংশ থাকা দরকার। বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় না আমরা কোনও ভাবে সেই সংখ্যা ছুঁতে পারব।
বিডি-প্রতিদিন/শফিক