২২ নভেম্বর, ২০১৯ ২২:১১

কাশ্মীর ইস্যুতে ফের ট্রাম্প-ইমরান খানের ফোনালাপ

অনলাইন ডেস্ক

কাশ্মীর ইস্যুতে ফের ট্রাম্প-ইমরান খানের ফোনালাপ

আবারও কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।বৃহস্পতিবার এক ফোনালাপের মাধ্যমে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়েও কথা বলেন তারা। 

শুক্রবার পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। 

টেলিফোনে কাশ্মীর ‍নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের প্রশংসা জানিয়ে ইমরান খান বলেন, কাশ্মীরে শান্তিপূর্ণ সমাধানে চাপ প্রয়োগ করে যেতে হবে মার্কিন প্রেসিডেন্টকে।

কাশ্মীর ছাড়াও আফগানিস্তান ইস্যুতেও কথা হয় দুই নেতার। ট্রাম্পকে ইমরান খান বলেন, আফগানিস্তানে পশ্চিমা বন্দীদের মুক্তি দেওয়া ইতিবাচক অগ্রগতি।

চলতি বছর ৫ আগস্ট কাশ্মীরের উপর থেকে সংবিধারেন বিশেষ মর্যদা সম্পর্কিত ৩৭০ ধারা বাতিল ভারত। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এছাড়াও সীমান্তে দু'দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

এদিকে, কাশ্মীরের উপর থেকে বিশেষ সুবিধা বাতিলের পর থেকেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।  ট্রাম্পও বারবার মধ্যস্থতার আগ্রহ দেখিয়ে যাচ্ছেন। তবে ভারত বলছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু।  


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর