৮ ডিসেম্বর, ২০১৯ ০৮:৩২

দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন এই নিরক্ষর বাবা

অনলাইন ডেস্ক

দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন এই নিরক্ষর বাবা

নিজে দিনমজুর, কিন্তু শিক্ষার গুরুত্ব তার কাছে অনেক বেশি। তাই চান সন্তানরা পড়াশুনা করুক। মেয়েদের তিনি বাইকে করে ১২ কিলোমিটার দূরের স্কুলে নিয়ে যান এবং স্কুল ছুটি হওয়ার অপেক্ষা করেন। ছুটির ঘণ্টা বাজলে তাদের নিয়ে বাসায় আসেন। আফিগানিস্তানের পাকতিকা প্রদেশের শারানা এলাকার সেই দায়িত্বশীল পিতার নাম মিয়া খান।

মেয়েদের শিক্ষাকে তিনি ছেলেদের শিক্ষার মতোই গুরুত্বের চোখে দেখেন তিনি। মিয়া খান বলেন, আমি অশিক্ষিত, দৈনিক মজুরি থেকে যা আয় হয় তা দিয়ে জীবন নির্বাহ করি। কিন্তু মেয়েদের পড়াশুনা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এলাকায় কোনো মেয়ে চিকিৎসক নেই। ছেলেদের মতোই আমি মেয়েদের শিক্ষিত করতে চাই।

মিয়া খানের এই দায়িত্বশীলতা প্রশংসিত হচ্ছে সবখানে। তার মেয়েরাও খুশি পড়াশুনার সুযোগ পেয়ে। মিয়া খানের মেয়ে রোজি বলেন, আমি পড়াশুনার সুযোগ পেয়ে খুব খুশি। আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ছি। বাবা কিংবা ভাই প্রতিদিন আমাদের স্কুলে নিয়ে আসেন এবং বাসায় নিয়ে যান। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর