৯ ডিসেম্বর, ২০১৯ ২২:৫৬

লোকসভায় বিতর্কের মাঝে নাগরিকত্ব বিলের কপি ছিঁড়লেন আসাদউদ্দিন ওয়াইসি

অনলাইন ডেস্ক

লোকসভায় বিতর্কের মাঝে নাগরিকত্ব বিলের কপি ছিঁড়লেন আসাদউদ্দিন ওয়াইসি

হায়দ্রাবাদের সংসদ সদস্য ও ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন' দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি সংসদে নাগরিকত্ব (সংশোধনী) বিলের একটি কপি ছিঁড়ে ফেলেছেন। প্রবল বিতর্কের মধ্যে সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি বিলের কপিটি ছিঁড়ে ফেলেন। 

এর আগে তিনি বলেন, ‘‘এটা দেশকে ভাগ করার প্রচেষ্টা। প্রস্তাবিত আইনটি আমাদের দেশের সংবিধানের বিরোধী।'' 

‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন' দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি বরাবরই বলে এসেছেন প্রস্তাবিত আইন দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করবে। তিনি দাবি করেন, এই নাগরিকত্ব বিল আরও এক দেশভাগের কথা বলছে। এটা করা হচ্ছে মুসলিমদের ‘‘রাষ্ট্রহীন'' করে দেওয়ার জন্য। 

তিনি বলেন, গান্ধি ‘‘মহাত্মা'' হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ডের বিরোধিতা করার পর। তিনি প্রশ্ন তোলেন তিনি কেন তাহলে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করবেন না। এরপরই তিনি বিলের কপিটি ছিঁড়ে ফেলেন। এদিকে তাঁর এই কাজকে সংসদের ‘‘অপমান'' বলে দাবি করেন শাসক দলের সাংসদরা।

আসাদউদ্দিন ওয়াইসি বিজেপি সরকারকে অভিযুক্ত করে বলেন, এভাবে মুসলিমদের রাষ্ট্রহীন করতে চেয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদে পেশ করেন সোমবার। তিনি তীব্রভাবে প্রতিবাদ করে জানান, কোনও ভাবেই এই বিল সংবিধানের ১৪ নম্বর ধারাকে লঙ্ঘন করছে না। লোকসভায় এই বিল পেশ করার পর কংগ্রেস সাংসদরা আপত্তি জানিয়ে বলেন, এই বিল মুসলিমদের বিরুদ্ধে। 

তবে অমিত শাহ জোর দিয়ে বলেন, এই বিল ‘‘এমনকী ০.০০১ শতাংশ'' ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর