গোটা ভারতে এখন চর্চিত বিষয় গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনা। সেখানে এই ধর্ষণে অভিযুক্ত বাবা রাম রহিমের সঙ্গে দেখা করলেন হানিপ্রীত। যিনি সদ্য জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন।
রোহতকের সুনারিয়া জেলে গিয়ে হানিপ্রীত বাবা রাম রহিমের সঙ্গে দেখা করেছেন। যেখানে রাম রহিম ২০ বছরের জন্য সাজা ভোগ করছেন। আইনজীবীর সাহায্যে বাবা রাম রহিমের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তিনি। দীর্ঘ দেড় ঘন্টা ধরে চলল দু’পক্ষের বৈঠক।
জেল থেকে জামিন পাওয়ার পর এটাই রাম রহিমের সঙ্গে প্রথম বৈঠক মেয়ে হানিপ্রীতের। রাম রহিমকে আদালত অভিযুক্ত করে রায় দেওয়ার পর পঞ্চকুলা জুড়ে গণ্ডগোলে উস্কানি দিয়েছিলেন এই হানিপ্রীত। তার প্রেক্ষিতেই তাকে জেল খাটতে হয়েছে। কারণ তার উস্কানিতে গণ্ডগোলে যুক্ত হয়ে প্রায় ৩০ জন নিহত হয়েছিল।
শিরসার আশ্রমে দু’জনকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল রাম রহিমের বিরুদ্ধে। সেই অভিযোগ আদালতে মান্যতা পেলে কারাগারে যেতে হয় স্বঘোষিত ধর্মগুরুকে। কিন্তু কী নিয়ে দু’জনের বৈঠক হল? তা কেউ পরিষ্কারভাবে জানায়নি।
তবে সূত্রের খবর, আবার রাম রহিমের প্রতি বিশ্বাস তৈরি করতেই নির্দেশ দেওয়া হয়েছে হানিপ্রীতকে। একইসঙ্গে আশ্রমের কি অবস্থা তা দেখতেও বলা হয়েছে। সম্পত্তি যেন হাতছাড়া না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে হানিপ্রীতকে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ