মিয়ানমার সরকারের দীর্ঘ নিপীড়নমূলক নীতির কারণে লাখ লাখ রোহিঙ্গা আজ দেশছাড়া। মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের কারণে বিশ্বব্যাপী পরিচিতি হয়েছেন দেশটির রাষ্ট্রীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী রাজনীতিবিদ অং সান সুচি। কিন্তু দেশের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সমর্থনে কথা না বলায় সমালোচনার শিকার হয়েছেন।
মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে গাম্বিয়া। সুচি হেগে আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমে মিয়ানমারের পক্ষ থেকে অংশ নেবেন। এদিকে গাম্বিয়ার বিরুদ্ধে মিয়ানমারে বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ হয়েছে। এসব কর্মসূচি থেকে সুচির প্রতি সমর্থন জানানো হয়।
বিক্ষোভকারীদের হাতে বহন করা প্লাকার্ডে সুচির ছবির পাশে লেখা ছিল, উই স্ট্যান্ড উইথ স্ট্যাট অং সান সু চি' এবং উই স্ট্যান্ড উইথ মিয়ানমার।
বিডি প্রতিদিন/ফারজানা