নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির উত্তরসূরিরও একই দশা হবে বলে ইরানকে হুমকি দিয়েছে আমেরিকা। জঙ্গি কার্যকলাপ না থামালে জেনারেল ইসলমাইল ঘানিকেও খতম করা হবে বলে হুমকি দিয়েছেন ইরানে নিযুক্ত আমেরিকার বিশেষ প্রতিনিধি।
গত জানুয়ারি মাসেই বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের ‘কুদস ফোর্স’-এর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিসহ ৮ জন। পাল্টা মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা চালায় ইরানের সেনা। তারপরই ‘কুদস ফোর্স’-এর কমান্ডার হিসেবে ইসমাইল ঘানিকে নিযুক্ত করে তেহরান। সোলাইমানির দেখানো জেহাদের পথেই হেঁটে আমেরিকাকে শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন জেনারেল ঘানি। তারপরই চরম হুমকি এসেছে আমেরিকার বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুকের পক্ষ থেকে।
তিনি সাফ বলেছেন, “যদি সোলাইমানির মতোই মার্কিন নাগরিকদের নিশানা করেন জেনারেল ঘানি। তবে তারও একই দশা হবে।”
এদিকে, মার্কিন হুমকির পরই পাল্টা তোপ দেগেছে ইরান। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মউসাভি আমেরিকার বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার অভিযোগ এনেছেন। এই বিষয়ে আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম