চেচনিয়ায় খ্যাতনামা রুশ অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। মস্কোর সংবাদপত্র নোভায়া গ্যাজেটাতে কাজ করেন সাংবাদিক ইয়েলেনা মিলাশিনা।
চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে যে হোটেলে তারা অবস্থান করছিলেন সেটির লবিতেই ১৫ জন লোক হামলায় অংশ নেন। শুধু তাই নয়, তারা সেই হামলার ভিডিও ধারণ করে। ৬ ফেব্রুয়ারি ওই হামলার ঘটনা ঘটে।
ইয়েলেনা মিলাশিনা ও আইনজীবীর মারিনা দুবরোভিনা এক ব্লগারের বিচারকার্যে অংশ নিতে গ্রোজনিতে গিয়েছিলেন। সূত্র: মস্কো টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা