ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি শপিং মলে জিম্মিদশার খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকে কোনো প্রাণহানির খবর জানা যায়নি। জনসাধারণকে ওই এলাকায় এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে।
সোমবার ম্যানিলার গ্রিনহিলসের ভি-মলে ৩০ জনকে জিম্মিদশায় নেওয়া হয়েছে বলে পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদকর্মীদের বরাতেও খবরে বলা হয়েছে।
গুলির শব্দ শোনার পর ম্যানিলার পূর্বাঞ্চলীয় জেলা পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনসন আলমাজানা জানান, ‘বিপথগামী’ এক নিরাপত্তারক্ষী অস্ত্র ও গ্রেনেড নিয়ে শপিং মলের ভেতরে জিম্মিদশার সৃষ্টি করেছে। আমরা তার সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ