৯ এপ্রিল, ২০২০ ১৯:২০

উত্তেজনা বাড়িয়ে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক

উত্তেজনা বাড়িয়ে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ফাইল ছবি

উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানের সেনাবাহিনী সেদেশের আকাশসীমা লঙ্ঘনের দায়ে ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানানো হয়। খবর পার্সটুডের।

ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের কারণে তাদের সেনারা ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।  ভারতীয় গোয়েন্দা ড্রোনটি পাকিস্তানি আকাশসীমার ৬০০ মিটার ভেতরে ঢুকে পড়েছিল বিবৃতিতে দাবি করা হয়। 

তবে পাকিস্তানের এ দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে ভারতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ভারত এবং পাকিস্তান সবসময় কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে পরস্পরকে অভিযুক্ত করে আসছে। ২০০৩ সালে উভয় দেশ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলেও দুই দেশই তা লঙ্ঘন করেছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর