জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতিনিধি দলকে পাকিস্তান জানিয়েছে, পর্যাপ্ত তথ্য সরবরাহ না করায় তারা নিষেধাজ্ঞা পাওয়া কিংবা সন্ত্রাসী কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে ব্যক্তিদের খুঁজে বের করতে পারছে না।
গত মার্চে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ৫ দিনব্যাপী ইসলামাবাদ সফর করে। তখন পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত কিংবা নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয় নাম্বার, পাসপোর্ট নাম্বার কিংবা সুনির্দিষ্ট ঠিকানা দেওয়া হয়নি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকায় ১ হাজার ২৬৭ জনের মধ্যে ১৩০টি নামই পাকিস্তানের।
ইসলামাবাদ জানিয়েছে, তালিকাটির মধ্যে হাফিজ সাঈদের প্রতিষ্ঠিত লস্কর-ই-তৈয়বার ১৯ জন রয়েছেন। তালিকা থেকে মতিউর রহমানসহ ৬ জনকে বাদ দেওয়ার অনুরোধ করেছে পাকিস্তান। হিন্দুস্থান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে নর্থ ব্লকের ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জাতিসংঘের ২০১৩ সালের রেকর্ড অনুযায়ী মতিউর সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-জাংভির প্রধান পরিচালনা কমান্ডার।
বিডি প্রতিদিন/ফারজানা