বিদ্রোহী হাফতার বাহিনী থেকে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্দখলে নিয়েছে জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার। গতবছর রাজধানী ত্রিপোলিতে হামলার পর থেকে খলিফা হাফতার বাহিনী এটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল।
মোহামদ জুনো নামে সরকারের এক সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন বলে আলজাজিরা জানিয়েছে।
মোহামদ জুনো বলেন, আমাদের বাহিনী ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি পুনোরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, গৃহযুদ্ধ কবলিত লিবিয়া এখন দুইভাবে বিভক্ত হয়ে দুই সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে সেখানে সরকার চালাচ্ছে হাফতার বাহিনী। পশ্চিম ও দক্ষিণ লিবিয়ার তেলক্ষেত্র এবং ভূমধ্যসাগরীয় গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর সিরতও তাদের দখলে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন