করোনাভাইরাস মহামারি মোকাবেলায় আরোপ করা লকডাউন অমান্য করায় দেশের সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে তারা বাজে উদাহরণ তৈরি করেছেন।
ফেসবুকে তাদের বরখাস্তের ঘোষণা দিয়ে পাশিনিয়ান বলেন, দেশের এরকম উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যারা নিজেরাই মহামারি বিরোধী নিয়ম কানুনের প্রতি সম্মান দেখাবেন সেখানে তারাই এর বিপরীত কাজ করছেন।
তবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান একথা পরিষ্কার করে বলেননি যে, দেশের সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান কী ধরনের ভুল করেছেন।
সূত্রের খবর, আর্মেনিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আর তার ছেলের বিয়ে অনুষ্ঠানে বিরাট বড় পার্টির আয়োজন করেন, যখন দেশটিতে এ ধরনের সামাজিক সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সেনাপ্রধানের ছেলের বিয়ের অনুষ্ঠানের কথা বলা হলেও সেই অনুষ্ঠানে পুলিশ প্রধান আরমান সার্গসিয়ান এবং গোয়েন্দা সংস্থার প্রধান এডওয়ার্ড মারতিরোসিয়ান উপস্থিত ছিলেন কিনা তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ