আবারও উত্তপ্ত হয়ে উঠছে দুই কোরিয়ার সম্পর্ক। সীমান্তের ওপার থেকে পিয়ংইয়ংবিরোধী প্রচারণা বন্ধে সিউল ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করে আসছে উত্তর কোরিয়া, এ কারণেই হঠাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটে।
তারই জের ধরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এবার সীমান্তে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
তিনি আরও বলেন, এ হুমকির পরই সিউল মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে উত্তর কোরিয়ার এ হুমকি মোকাবেলায় সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করছে।
এর আগে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং শনিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দেয়ার পর রবিবার দক্ষিণ কোরিয়া জরুরি নিরাপত্তা বৈঠকের ডাক দেয়।
সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ