ভারতের রাজস্থানের একটি খামারে মিলল একে একে ১১টি লাশ। লাশগুলো পাকিস্তানি অভিবাসী একটি হিন্দু পরিবারের। দেশটির পুলিশ রোববার সকালে যোধপুর জেলার একটি খামার থেকে ওসব লাশ উদ্ধার করে।
এই পরিবারের সব সদস্য ছিলেন পাকিস্তান থেকে আসা বিল সম্প্রদায়ের হিন্দু অভিবাসী। তারা দেচু এলাকার লডটা গ্রামের খামারটিতে বাস করতেন। ওই খামারটি তারা ভাড়া নিয়েছিলেন।
পুলিশের ভাষ্য, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ফরেনসিক টিমের সদস্যরা ঘটনাস্থল ঘিরে কাজ করছে। চূড়ান্ত অনুমানের জন্য ঘটনাস্থলে ডগ স্কোয়াড পৌঁছেছে।
ওই পরিবারের একজনকে জীবিত পাওয়া গেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
পুলিশ সুপার রাহুল বারহাট বলছেন, ধারণা করা হচ্ছে, ঘটনাটি রাতের কোনো এক সময় ঘটেছে। তবে জীবিত ওই ব্যক্তির দাবি, এ ঘটনা সম্পর্কে তার কোনো ধারণা নেই।
‘মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, রাতে তারা রাসায়নিক কিছু খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। ওই ঘরটিতে রাসায়নিকের গন্ধ পাওয়া গেছে।’
সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ