১০ দিন আটকাবস্থায় থাকার পর ছাড়া পেয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ মালির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেইতা। দেশটিতে সেনা বিদ্রোহের পর আটক হন তিনি। বৃহস্পতিবার বিদ্রোহী সেনারা জানিয়েছেন, তারা সাবেক প্রেসিডেন্ট কেইতাকে ছেড়ে দিয়েছেন। ১৮ আগস্ট থেকে তিনি বিদ্রোহী সেনাদের কাছে আটকাবস্থায় ছিলেন।
কেইতার এক আত্মীয় জানিয়েছেন, ৭৫ বছর বয়সী এ নেতা ছাড়া পেয়ে রাজধানীতে তার বাসায় অবস্থান করছেন।
চলতি মাসের ১৮ তারিখে মালিতে এক সেনা বিদ্রোহের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী বোউবোউ সিসে ও প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেইতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেন বিদ্রোহী সেনারা। তারা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে পদত্যাগ এবং পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য করেন।
এর পরের দিন বিদ্রোহী সেনাদের চাপের মুখে টেলিভিশনে দেয়া এক ভাষণে পদত্যাগ করেন এবং সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন। সেই থেকে বিদ্রোহী সেনাদের কাছে বন্দি অবস্থায় ছিলেন প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন