করোনা ভাইরাস মোকাবিলা, কৃষি বিল, অর্থনৈতিক মন্দা, দলিত ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, দেশের গণতন্ত্র বর্তমানে সবচেয়ে কঠিনতম সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছে।
সম্প্রতি দলের নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিভিন্ন রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়োগের পর রবিবার তাদের সকলের সাথে ভার্চুয়াল বৈঠক করেন সোনিয়া।
ওই বৈঠক থেকেই তিনি বলেন ‘কোটি কোটি কৃষক, ভাগচাষী, ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, মেহনতি শ্রমিক, ক্ষুদ্র দোকানদারদের জীবন ও জীবিকা আক্রমণের শিকার হচ্ছে। আমাদের সকলের উচিত হাতে হাত মিলিয়ে এই ষড়যন্ত্রকে পরাস্ত করা।’
তিনি আরও বলেন ‘সবচেয়ে সত্য কথা হল যে একজন প্রধানমন্ত্রী যিনি ২১ দিনের মধ্যে করোনা ভাইরাসকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আজ দেশের নাগরিকদের প্রতি তাঁর ও তার সরকারের দায়িত্ব প্রত্যাখান করেছেন।’
দেশের অর্থনৈতিক মন্দা নিয়েও মোদি সরকারকে তোপ দাগেন কংগ্রেস নেত্রী। তার অভিমত ‘আজ যুব সমাজের কোন চাকরি নেই, প্রায় ১৪ কোটি চাকরি হারিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানদার এবং অন্য ছোট উদ্যোগগুলি অভূতপূর্ব গতিতে বন্ধ হয়ে যাচ্ছে। আর এত কিছুর পরেও একটি দায়িত্বহীন সরকার নিরব দর্শকদের মতো আচরণ করছে।’
সামনেই বিহারে বিধানসভার নির্বাচন। তার আগে করোনা ভাইরাস, সীমান্তে ভারত-চীন উত্তেজনা, কৃষি বিল, ধর্ষণ সহ বিভিন্ন ইস্যুতে নাস্তানাবুদ বিজেপি। আর এই ইস্যুগুলিকে হাতিয়ার করেই নির্বাচনের আগে মোদি সরকারকে কোণঠাসা করতে মরিয়া কংগ্রেস সহ বিরোধীরা। ইতিমধ্যেই বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের সরকারের সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার তোপ সোনিয়ার।
বিডি প্রতিদিন/হিমেল