২৮ অক্টোবর, ২০২০ ১৩:২৩

এবার এরদোয়ানের বিতর্কিত কার্টুন প্রকাশ করলো শার্লি হেবদো

অনলাইন ডেস্ক

এবার এরদোয়ানের বিতর্কিত কার্টুন প্রকাশ করলো শার্লি হেবদো

রিসেপ তাইয়েপ এরদোয়ান

এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অবজ্ঞা করে তার কার্টুন প্রকাশ করেছে ফ্রান্সের বিতর্কিত ব্যাঙ্গাত্মক সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদো।

বুধবার ফরাসি এই ম্যাগাজিনে এরদোয়ানের কার্টুন প্রকাশিত হওয়ার পর এর প্রতিবাদ জানায় তুরস্ক। তুরস্ক বলছে, এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কালিন টুইটারে বলেছেন, ফরাসি ম্যাগাজিনে আমাদের প্রেসিডেন্টকে জড়িয়ে যে চিত্র প্রকাশ করা হয়েছে; যেখানে কোনও বিশ্বাস, পবিত্রতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই, আমরা দৃঢ়ভাবে এর নিন্দা জানাই।

এর আগে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন প্রকাশ করে শার্লি হেবদো। এর প্রতিবাদে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর