২৮ অক্টোবর, ২০২০ ১৯:১৯

এরদোয়ানের ব্যঙ্গচিত্র; সাংস্কৃতিক বর্ণবাদ ও ঘৃণা ছড়ানোর অভিযোগ তুরস্কের

অনলাইন ডেস্ক

এরদোয়ানের ব্যঙ্গচিত্র; সাংস্কৃতিক বর্ণবাদ ও ঘৃণা ছড়ানোর অভিযোগ তুরস্কের

মহানবীকে অবমাননা করায় ফ্রান্সের সঙ্গে মুসলিম বিশ্বের দূরত্ব ক্রমেই বাড়ছে। ইরান, মিশর, লিবিয়া, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মূলত ফরাসি সাময়িকী শার্লি হেবদোর বিতর্কিত অবস্থানের পক্ষে সমর্থন ব্যক্ত করায় ম্যাক্রন সমালোচিত হচ্ছেন।

এরমধ্যে প্রকাশেই ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ফরাসি প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোরও আহ্বান জানিয়েছেন। এবার তার আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে শার্লি হেবদো।

প্রথম পাতায় প্রকাশিত সেই ব্যঙ্গচিত্রের বিষয়ে এরদোয়ানের শীর্ষ কর্মকর্তা ফাহরেতিন আলতুন টুইট করেছেন। এতে তিনি বলেন, আমরা এ জঘন্য প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। সাংস্কৃতিক বর্ণবাদ ও ঘৃণা ছড়িয়ে দিতেই এটা করা হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর