পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিরোধীদলের কমপক্ষে ১০ হাজার নেতা-কর্মী বিক্ষোভ দেখিয়েছেন। একই সঙ্গে তারা রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। করোনাভাইরাসের বিধি-নিষেধ থাকার পরও তারা এই বিক্ষোভে র্যালি করেন। খবর আল-জাজিরা।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশটির ১১টি বিরোধী দলের সমন্বয়ে গঠিত ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’র উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ র্যালি গতকাল রবিবার দেশটির কেন্দ্রীয় শহর লাহোরে অনুষ্ঠিত হয়।
ইমরান খানের নেতৃত্বে গঠিত সরকারকে চাপ প্রয়োগের জন্য তারা এই বিক্ষোভ দেখান। এছাড়াও তারা আগামী বছরের জানুয়ারিতে দেশটির রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের পরিকল্পনার করছেন।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দলগুলো এই আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন।
উল্লেখ্য, দেশটির অর্থনীতিতে ধ্বস ও দুর্বল অর্থনীতি, নাগরিক স্বাধীনতা ও মিডিয়ার ওপর সেন্সরশিপের কারণে এই বিক্ষোভ দেখান বিরোধীরা। একই সঙ্গে তারা বর্তমান প্রধানমন্ত্রী ইমরানের পদত্যাগের দাবি করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর